॥ ড. ইশা মোহাম্মদ ॥
স্কটল্যান্ড গ্রেটব্রিটেন থেকে বিচ্ছিন্ন হতে স্বাধীনতার পক্ষে গণভোটের অনুষ্ঠান করেছে। সে দেশের রাজনীতিকদের মনোভাব ও দৃষ্টিভঙ্গির সাথে সাধারণ মানুষের মনোভাব ও দৃষ্টিভঙ্গি মেলেনি। ব্যাপক সাধারণ মানুষ গ্রেটব্রিটেনের পক্ষে ভোট দিয়েছে। অর্থাৎ তারা স্বাধীনতা চায় না। বৃহত্তর জনগোষ্ঠীর একজন হয়ে বেঁচে থাকতে চায়। যারা হ্যাঁ ভোট দিয়েছে, তারা তাহলে কারা! স্কটল্যান্ড ৪২ বছর ধরে স্বাধীন দেশ ছিল। ইংল্যান্ড আগ্রাসী হয়ে ওঠে এবং এক সময় পার্শ্ববর্তী দেশ-স্থান দখল করতে থাকে। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েলসল্যান্ড দখল করে গ্রেটব্রিটেন গড়ে তোলে। কিন্তু ব্রিটেন কখনোই এক জাতিসত্ত্বা হয়ে উঠতে পারেনি।