Saturday, September 27, 2014

স্কটল্যান্ডের স্বাধীনতা : সাম্রাজ্যবাদ নিজের মিত্রদের রক্ত খাওয়ার উদ্যোগ নিয়েছে


॥ ড. ইশা মোহাম্মদ ॥
 স্কটল্যান্ড গ্রেটব্রিটেন থেকে বিচ্ছিন্ন হতে স্বাধীনতার পক্ষে গণভোটের অনুষ্ঠান করেছে। সে দেশের রাজনীতিকদের মনোভাব ও দৃষ্টিভঙ্গির সাথে সাধারণ মানুষের মনোভাব ও দৃষ্টিভঙ্গি মেলেনি। ব্যাপক সাধারণ মানুষ গ্রেটব্রিটেনের পক্ষে ভোট দিয়েছে। অর্থাৎ তারা স্বাধীনতা চায় না। বৃহত্তর জনগোষ্ঠীর একজন হয়ে বেঁচে থাকতে চায়। যারা হ্যাঁ ভোট দিয়েছে, তারা তাহলে কারা! স্কটল্যান্ড ৪২ বছর ধরে স্বাধীন দেশ ছিল। ইংল্যান্ড আগ্রাসী হয়ে ওঠে এবং এক সময় পার্শ্ববর্তী দেশ-স্থান দখল করতে থাকে। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েলসল্যান্ড দখল করে গ্রেটব্রিটেন গড়ে তোলে। কিন্তু ব্রিটেন কখনোই এক জাতিসত্ত্বা হয়ে উঠতে পারেনি।

দেশে হঠাৎ কেন এই আইএস আতঙ্ক


॥ এ এম এম বাহাউদ্দীন ॥
নিত্যদিনের কাজের ব্যস্ততার মধ্যেও দৈনিক যুগান্তরের লিড নিউজ ‘কোথায় ছিল এতোদিন’ রির্পোটটি পড়তে হলো। বাংলাদেশ জঙ্গি হয়ে যাচ্ছে, এদেশের তরুণরা আইএস-এ যোগ দিতে যাচ্ছে এমন খবর যখন কিছু মিডিয়া ফলাও করে প্রচার করছে; এ ধরণের খবর মানুষ বিশ্বাস করুক না করুক উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করছে ঠিকই; তখন ২৭ সেপ্টেম্বরে যুগান্তরের এ অনুসন্ধানী রিপোর্টটি সাম্রাজ্যবাদের এজেন্টদের যেন ‘মুখোশ’ খুলে দিয়েছে। বাংলাদেশের শিক্ষিত তরুণ-যুবকদের আইএস এ যোগদান এবং জঙ্গি হয়ে ওঠার ‘কল্পকাহিনী’ যারা মাঝে মাঝে ফাঁদেন তাদের চাতুর্যপনা দেশবাসীর সামনে উন্মোচন করেছে পত্রিকাটি পরিবেশিত তথ্যে।